শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৭:৫৪ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:২২
সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অপরাধে বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান বলেন, শরণখোলা উপজেলা ছাত্রলীগের নেতাদের সংগঠন বিরোধী কর্মকান্ডের ফলে বাংলাদেশ ছাত্রলীগের সুনামক্ষুন্ন হচ্ছিল। যার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী উপজেলা কমিটি গঠন করা হবে।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, শরণখোলা উপজেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের বিরুদ্ধে জমি দখল, চাদাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতেই মূলত এই কমিটি স্থগিত করা হয়েছে।
২০২১ সালের ২০ জানুয়ারি পূর্বের কমিটি বিলুপ্ত করে আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাইফুল ইসলাম সাব্বিরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করে বাগেরহাট জেলো কমিটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত