শপিংমল খোলার প্রথম দিনে সড়কে বাড়ছে ভিড়, দুর্ভোগ চরমে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৩:৫০ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩

দোকানপাট ও শপিংমল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলার নির্দেশনা দিয়েছে সরকার। আজ রবিবার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাট এবং শপিংমল খোলার প্রথম দিনে দূরপাল্লার যানবাহন না থাকায় বেশ ঝুঁকি নিয়েই কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ।

রাজধানীর রাস্তাগুলোয় আজ সকাল থেকেই ছিলো মানুষ ও যানবাহনের ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও মানুষের মধ্যে উদাসীনতা দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও মানুষের চাপ দেখা গেছে।

দুপুরের দিকে যাত্রাবাড়ীতে গিয়ে দেখা গেছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের ভিড়। তাজ সুপারমার্কেটে শতাধিক দোকান খোলা দেখা গেছে। তবে ক্রেতার সংখ্যা কম। অনেককে সিএনজি, রিকশায়, ভ্যান ও পিকআপে উঠে গন্তব্যে যেতে দেখা গেছে।

সড়কে শত শত মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গাদাগাদি করে ভ্যানে করে অনেকেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। একই চিত্র দেখা গেছে রাজধানীর সুপারমার্কেটের সামনে। সেখানে রীতিমতো যানজট দেখা দিয়েছে। গুলিস্তান পুরোনো রূপে ফিরে গেছে। ফুটপাতে হকাররা পসরা সাজিয়ে বসে আছেন।

এছাড়াও সকালের দিকে রাজধানীর বিজয় স্মরণী ও শেওড়াপাড়াতে ব্যক্তিগত যানবাহনের তীব যানজট দেখা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত