শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ নভেম্বর ২০২৩, ১২:৩৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২১

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল (ইমএমএসসি) সেন্টার। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স খবরটি জানিয়েছে।  

ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

এদিকে ইন্দোনেশিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা বিএমকেজির প্রধান বলছেন, কুপাং এর আঞ্চলিক প্রধানের অফিসে ভূমিকম্পের কারণে সামান্য ক্ষয়ক্ষতির খবর জানা গিয়েছে।

কুপাং এর অ্যাস্টন হোটেলের এক কর্মচারী বলেন, ভূমিকম্পের সময় হোটেলের অতিথিরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় শ’খানেক মানুষ ঘর ছেড়ে হোটেলের সামনে এসে জমায়েত হয়। পরে পরিস্থতি স্বাভাবিক হলে তাদের বেশিরভাগই ঘরে ফিরে যান। তবে কোনও ক্ষয়ক্ষতির বিষয় জানা যায়নি।

উল্লেখ্য ভূ-তাত্ত্বিক অবস্থার কারণে প্রায় ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ায়। গত বছর ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে ৩১০ মানুষের প্রাণহানি ঘটে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত