লৌহজং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
মিজানুর রহমান ঝিলু /আকাশ মন্ডল
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ১২:১৩
লৌহজং উপজেলার দশটি ইউনিয়নে শীতার্তদের মাঝে গুলশান - বনানী পুজা ফাউন্ডেশনের সহায়তায় লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণ উদ্বোধন করা হয়৷
গতকাল মঙ্গলবার লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয় থেকে শীতবস্ত্র কম্বল ইউনিয়ন ঐক্য পরিষদের নেতাকর্মীদের মাঝে তুলে দেওয়া হয়৷ আগামী সাত দিনের মধ্যে নেতাকর্মীরা শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে৷
লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে ও উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস৷ এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব মন্ডল, শংকর মৃধা, রনি ভট্টাচার্য, মহাদেব রায় প্রমুখ৷
কাজী/গ্রামনগর
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত