লৌহজং-তেউটিয়া ইউনিয়নে চার প্রার্থীর গণসংযোগ

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মে ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৪

সীমানা জটিলতার কারণে লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। 

লৌহজং-তেউটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান  রফিক মোল্লা। আওয়ামী লীগের মনোনয়নে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নেতা মামুন বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুর  মাদবর ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস  হাওলাদার  প্রার্থী হয়ে মাঠে রয়ে গণসংযোগ করছেন।  তারা সবাই সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশ করেছেন।  

নদী ভাংগনের ফলে  তেউটিয়া  ও লৌহজং ইউনিয়ন একত্রিত হয়ে লৌহজং-তেউটিয়া ইউনিয়ন সদর ইউনিয়ন গঠিত হয়। এলাকাবাসী মনে করেন লৌহজং ও তেউটিয়া ইউনিয়নে চারটি প্রভাবশালী পরিবারের চারজন প্রার্থীতা শেষ পর্যন্ত  থাকলে এ নির্বাচন হবে ❝কেহ কারো নাহি ছাড়ে সমানে সমান❞। তবে আওয়ামী লীগের প্রার্থী মোল্লা পরিবারের সদস্য ও বর্তমান চেয়ারম্যান রফিক মোল্লা দলীয় মনোনয়ন পাওয়ায় দলীয়  কর্মীরা তার পক্ষেই রয়েছে বলে দলীয় একটি সূত্র জানায়। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের কেন্রীয় কমিটি এবার কঠোর অবস্থান গ্রহন করায় আওয়ামী লীগ কর্মীরাও দ্বিধাদ্বন্দ্ব নিয়ে থাকলেও প্রকাশ্যে মুখ খুলছে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত