লৌহজং কলেজের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে কমিটি গঠনে সভা    

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ৭ মে ২০২২, ০৯:২৪ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬

মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠনের জন্য সভা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বেজগাঁও গ্রামের মৃধা বাড়িতে এ সভা হয়। কলেজের প্রাক্তন ছাত্র নাছির উদ্দিন আহমেদ জুয়েলের সভাপতিত্বে ও কাজী মুস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, লেখক আতিক এ রহিম, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, যুবলীগ নেতা আবু নাছের রতন, সোহেল রানা প্রমুখ। সভায় আগামী ১৪ মে কলেজ মিলনায়তনে এক সভা ডেকে সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত