লৌহজং ঐক্য পরিষদের সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫১

আজ (শনিবার) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান    ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার সাথে উপজেলা আওয়ামী লীগ অফিসে বিগত ২০১৮ সনের সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনের আগে ও পরে  সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উপজেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় সিদ্ধান্ত  সমুহ নিয়ে আলোচনা করেন। 

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার তার বক্তব্যে সকল দাবীর প্রতি সরকারি দল ন্যায় সংগত সর্মথন জানায় এবং তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা সকল বিষয় অবহিত আছেন, সবাইকে  তার প্রতি আস্থা  রাখতে বলেন।

উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান জাকির বেপারী বলেন, মোড়ল রাজনীতির করাল গ্রাসে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তাই সকলকে ধৈয্যসহকারে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।  

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আবু নাসের রতন সহ  উপজেলা ঐক্য পরিষদ  ও যুব ঐক্য পরিষদের নেতৃবর্গ উপস্থিত  ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত