লৌহজং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট-জরিমানা আদায়, চলছে টহল

   লৌহজং হতে সংবাদদাতা

প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৩:২৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯

লৌহজং উপ‌জেলার বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ চেক‌পোস্ট ও বাজা‌রে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন জনাব মোঃ হুমায়ুন ক‌বির, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট,  এবং জনাব মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ। 

এসময় উপ‌জেলার বি‌ভিন্ন বাজার এলাকায় মামলা আম‌লে নি‌য়ে ৫ জন‌কে মোবাইল কো‌র্টের আওতায় সাজা দেওয়া হ‌য়ে‌ছে। 

 জনাব মোঃ হুমায়ুন ক‌বির, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ কর্তৃক  দন্ড‌বি‌ধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ জন‌কে ৫,৯০০/- এবং জনাব মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ কর্তৃক সংক্রামণ রোগ (প্রতি‌রোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ ধারায় ১ জন‌কে ৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়।

অ‌ভিযা‌নে সা‌র্বিক সহ‌যোগীতা ক‌রেন বাংলা‌দেশ সেনাবা‌হিনী, বর্ডার গার্ড বাংলা‌দেশ, বাংলা‌দেশ পু‌লিশ, লৌহজং থানা এবং ব‌্যা‌টেলিয়ান আনসার, আনসার-‌ভি‌ডি‌পি ও গ্রাম পু‌লি‌শের সদস‌্যবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত