লৌহজংয়ে ২০০ মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র উপহার 

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১৮:০৪ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৬

শুক্রবার বেলা ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ২০০ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র উপহার  দিয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রীয় মহাসচিব শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসারের অর্থায়নে এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণের আগে উপজেলা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রীয় মহাসচিব আবুল বাসার, উপজেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বাহার,  বীর মুক্তিযোদ্ধা শাহনূর ইসলাম প্রমুখ। 

আলোচনা সভা শেষে জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও মৃত মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত