লৌহজংয়ে সাংসদ এমিলির উম্মুক্ত আলোচনা সভা

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৭:২২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯

লৌহজং উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গ্রামের অবহেলিত এবং নির্যাতিত সাধারন মানুষের দু:খ, দুরদশার নানা অভিযোগের কথা শুনেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। অনেক সমস্যার সমাধান দেন তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে। সাধারন মানুষদের কথা ভেবে সাগুফতা ইয়াসমিন এমিলি প্রতি সোমবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এলাকার সাধারন মানুষের  নানা অভিযোগ শুনেন  এবং তা সমাধান ও দেন। এর ধারাবাহিকতায় সোমবার লৌহজং আওয়ামীলীগের কার্যালয়ে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারন মানুষের নানা অভিযোগ শুনেন তিনি এরপর তা সমাধান করা হয় স্বস্ব ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে।

এ সময় উম্মুক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধা, উপদেষ্ঠা মো. রফিকুল ইসলাম ঢালী, মো. নিলু মৃধা,  সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সাধারন সম্পাদক  মো.  মেহেদি হাসান, শেখ মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মো. জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো: কবির খান, সাধারণ সম্পাদক মো: শাহজাহান খান সাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইলিয়াস উদ্দিন মোল্লা, মো. মনির হোসেন মোড়ল, মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. মোজাম্মেল হক, মো. লুৎফর রহমান তালুকদার, মো. আবুল কালাম আজাদ, মো. তোফাজ্জল হোসেন শেখ, গ্রামনগর র্বাতা প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল বাসার খান, মো. সেলিম দেওয়ান, মো. মিজানুর রহমান মোল্লা, মো. রতন হাওলাদার, মো. জুয়েল, মো. মতুর্জ খান,  মো. বিদ্যুৎ আলম মোড়ল, মো. সালাউদ্দিন মাদবর, মো. শফিকুল ইসলাম মাদবর, মো. দিদার হোসেন মোল্লা, মো. অনয় হাসান বেপারী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত