লৌহজংয়ে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে এমপি এমিলির শীতবস্ত্র বিতরণ

  মো. মানিক মিয়া, লৌহজং

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৬

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি রাতের আঁধারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নে তিনি দুই শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে রাতের আঁধার জেলে, পথচারী, রিক্সাচালক ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ কম্বল বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত