লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৭ জন আটক
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২০:২৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। পদ্মা নদীর অংশে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এছাড়া ২৭টি অভিযানে প্রায় ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা। এসব আটক জাল হতে আনুমানিক ৫৭৪ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন মাদ্রাসা এবং স্থানীয় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও অভিযান কার্যক্রমে সহযোগিতা করে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২২ দিনে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলা মৎস্য বিভাগ মাছ ঘাট পরিদর্শন করেছে ৩৯ বার ও আড়ৎ পরিদর্শন ৩৫ বার, উপজেলার ১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে ১৩৮ বার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত