লৌহজংয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন                                       

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৩, ১৯:০৭ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:২১

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে র‌্যালি ও আলোচনার ম্যাধ্যমে উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস । এই উপলক্ষে একটি র‌্যালি লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার ডাক বাংলার মোড় হয়ে মালিঅংক বাজার প্রদক্ষিন শেষে পুনরায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয় । বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, সহকারী শিক্ষক সালমা পারভেজ, মো. রফিকুল ইসলাম, মো. হালিমুজ্জামান, প্রদীপ কুমার, মো. আনিসুর রহমান। উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি মো. আফজাল হোসেন, মো. মিজানুর রহমান প্রমুখ । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত