লৌহজংয়ে বিনা মুল্যে ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠান                                       

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪৯

লৌহজং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে উদ্যোগে আয়োজিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দু:স্থ ব্যাক্তিদের মাঝে বিনা মুল্যে দুইশত পঞ্চাশ বান ঢেউটিন এবং ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে  তিন হাজার টাকা করে চেক বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি । ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা প্যানেল চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, এফবিসিসি আই এর পরিচালক বি.এম শোয়েব সিআইপি প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত