লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১১:৫৫ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৩৭
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আমার গৌরব ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আব ইউসুফ ফকিরের নেতৃত্বে ১০ বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। অন্যান্য যারা চিকিৎসা সেবা প্রদান করেন,তারা হলেন - ডাঃ মো. আসাদুজ্জামান লিটন, ডঃ মাহমুদ আসিফ রিফাত, ডাঃ হাসিম রেজা রক্তিম, ডাঃ মাহবুব আলম, ডাঃ ইমরান হোসেন, ডাঃ সোনামণি দত্ত।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমার গৌরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম ঢালী, শরীফুল ইসলাম, মোজাম্মেল তালুকদার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত