লৌহজংয়ে ফিলিস্তিনে ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন

  লৌহজং থেকে মোঃ শহিদ সুরুজ 

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৮:৩২ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৬

মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরালি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও মিছিলের আয়োজন করেছে মৌছামান্দ্রার ধর্মপ্রান মুসলমানরা। 

শুক্রবার বাদ জুম্মা মৌছামান্দ্রা ও গোয়ালিমান্দ্রা এলাকার আশেপাশের সকল জামে মসজিদের মুসুল্লিরা জুম্মার নামাজ আদায় করে দলে দলে যোগ দেন এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় ৫ শত মুসলিম জনতা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনের বক্তব্য রাখেন গোয়ালিমান্দ্রা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আরিফুল্লাহ বিক্রমপুরী, মৌছামান্দ্রা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আসাদুজ্জামান, কাজির পাগলা জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল আহাদ ও মৌছামান্দ্রা পেশকার বাড়ি জামে মসজিদের ইমাম। এ সময় মুসল্লিদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোয়ালিমান্দ্রা বট তলার আশে-পাশের এলাকা। 

মিছিলটি ইসরালি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মৌছামান্দ্রা থেকে গোয়ালিমান্দ্রা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে  মিছিলটি শেষ হয়। সেখানে মুসল্লীররা ইসরাইলের পতাকা পুড়ে প্রতিবাদ জানায়। এর পর ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত