লৌহজংয়ে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র কম্বল বিতরন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ২১:০০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৫১
মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমলির উদ্যোগে প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার লৌহজং উপজেলার ৪ টি ইউনিয়নের সাড়ে ৩ হাজার দুস্থ্য অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলার হলদিয়া, লৌহজং-তেউটিয়া, বেজগাঁও ও কলমা ইউনিয়নে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ- ২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. আবুল বাসার মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, আলহাজ্জ নান্নু গ্রæপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিআইপি বি.এম শোয়েব, আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন বেপারী, সুবীর চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, বি.এম শামীম, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম, বেজগাঁও ইউপি চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, সাবেক চেয়ারম্যান মো. আমির হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শপিখুল ইসলাম মাদবর, সাবেক ছাএলীগের সভাপতি মো. জামাল হোসেন শেখ, উপজেলা ছাএলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত