লৌহজংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০ পরিবার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১৯:৪১ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
আসন্ন ঈদুল ফিতরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দুই শতক জমিসহ আধাপাকা, দুই ক¶বিশিষ্ট নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে উক্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। শেষে উপজেলার উপকারভোগী ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, উপজেলার হলদিয়া ইউনিয়নের তিনটি স্থানে উঁচু জায়গা ও পাকা রাস্তার সাথে এসব স্থাপনা তৈরি করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। জমিতে নলকূপ স্থাপন ও ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর আগে গত বছর একই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১৪৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ঘর দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার, বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, প্রকল্প কর্মকর্তা সাজেদা সরকার, কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রমুখ।
জমিসহ ঘর পেয়ে উচ্ছ¡সিত উপকারভোগী ক্ষুদ্র মাছ ব্যবসায়ী জলিল সরদার (৬০)। তিনি বলেন, এতদিন অন্যের জায়গা ভাড়া নিয়ে ঘর তুলে থাকতাম। এখন জায়গাসহ ঘর পেয়ে আমি অনেক খুশি। জমি ও ঘর পাওয়া আরেক উপকারভোগী জরিনা বেগম (৭০) জানান, তার স্বামী অনেক আগেই মারা গেছেন। একমাত্র ছেলেও দুই বছর আগে মারা গেছে। সেই ছেলের বউ ও চার সন্তান নিয়ে খুবই কষ্টে আছেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত