লৌহজংয়ে পদ্মায় ডুবে বালকের মৃত্যু
প্রকাশ: ১২ মে ২০২২, ২০:২৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:০১
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আব্দুল্লাহ নামে ৭ বছরের এক বালক শিমুলিয়া ৩ নং ফেরি ঘাটের পশ্চিম পাশে পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে আব্দুল্লাহ তার মা ও চাচার সাথে শিমুলিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় গোসল করার সময় পরিবারের সকলের অগোচরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আব্দুল্লাহকে খোজাখুজির পর না পেয়ে তারা ঘাটে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের শরণাপন্ন হন।পরে বিআইডব্লিউটি‘র ডুবুরি আব্দুল রাজ্জাক অনেক খোজাখুজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলের কাছে পদ্মা নদী হতে আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত