লৌহজংয়ে পদ্মায় চাইনিজ প্রকৌশলী নিখোঁজ

  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৮:০৯ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের তিন নম্বর ফেরিঘাট বরাবর পদ্মানদীতে মিস্টার জো (২৫) নামের একজন চীনা প্রকৌশলী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে চীনা নাগরিক জো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, মিস্টার জো পানিতে পড়ে তলিয়ে গেছেন। জো পদ্মা নদীর মাঝে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার নির্মাণের একজন প্রকৌশলী।

মঙ্গলবার রাত পৌনে একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও দমকলকর্মীরা পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত