লৌহজংয়ে পদ্মাপাড়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা সভা 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৩ |  আপডেট  : ২ মে ২০২৫, ১০:০১

লৌহজং উপজেলার সিংহেরহাটি গ্রামের পদ্মাপাড়ে রবিবার দুপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা সভা হয়েছে। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। বিপুলসংখ্যক জেলের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক মো. সোহেল রানা, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে রেজাউল ইসলাম জেলেদের উদ্দেশ্যে বলেন, আপনারা মৎস্য আইন মেনে চলুন। কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকুন। এছাড়া তিনি জাটকা সংরক্ষণ সপ্তাহ শেষে পদ্মা নদীতে অবৈধ জাল ব্যবহারী জেলেদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি ব্যক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত