লৌহজংয়ে পদ্মাপাড়ে  অবারিত বাংলার  আনন্দ আড্ডা

  বিশেষ প্রতিনিধি  

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১৮:৪৪ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৭

পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র সাত দিন বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভোধন করবেন স্বপ্নের সেতু আগামী ২৫ জুন। এ উপলক্ষে পদ্মার উভয় পাড়ে সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার অবারিত বাংলা ঘরোয়া পরিবেশে তাদের কেন্দ্রীয় দপ্তরে আজ তাদের সদস্যদের নিয়ে ছোট এক আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সংগীত পরিবেশন করেন কবি লেখক পাশা মোস্তফা কামাল, চলচ্চিত্র পরিচালক লেখক, সম্পাদক ঝুমুঝুমি  শায়লা রহমান তিথি,  আবুল কালাম আজাদ,  শিশু শিল্পী ভাষা ও আজিজুর রহমান। কৌতুক পরিবেশন করেন নাসির খান।

 শিমুলিয়াস্থ অবারিত বাংলার নির্বাহি পরিচালক গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নানের বাড়ীতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবাসী  ফরহাদ হোসেন কিশোর, লেখক জসিমউদ্দিন অবারিত বাংলার সহ সভাপতি অলক কুমার মিত্র। 

 অবারিত বাংলার নির্বাহি পরিচালক খান নজরুল ইসলাম হান্নান বলেন,ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমান করে মানুষ অধীর অপেক্ষায় বসে আছে সেই শুভক্ষণের।
 
পদ্মা সেতু শুধু কেবল একটি  এপাড়  ওপাড়ের সেতুবন্ধন  নয়, এ সেতু বাঙালির আত্মময্যদার লড়াইয়ে বিজয়ের ইতিহাস, যে ইতিহাস সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। 

পদ্মাপাড়ে অবারিত বাংলার  সংগঠনের আনন্দ আড্ডায় অংশগ্রহন করায় সকলকে ধন্যবাদ জানান সংগঠনের নির্বাহি পরিচালক খান নজরুল ইসলাম হান্নান। তিনি আজকের আড্ডাটি পদ্মা সেতুকে উৎসর্গ করেন।

 শিশু শিল্লী ভাষার " দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় " দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত