লৌহজংয়ে দেড়মাস ধরে গ্রাম পুলিশ নিখোঁজ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৯:০৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সাবেক গ্রাম পুলিশ মো. আজিজ খন্দকার (৫৮) গত ১৯-২-২২ ইং রাতে কনকসার হতে বাস যোগে চট্রগ্রামের মাইজভান্ডার শরীফে গেলে এরপর থেকে সে নিখোঁজ হয় এবং অদ্যবধি বাড়িতে ফেরেনি। মাইজভান্ডার শরীফে দুই দিন পর্যন্ত তার নিখোঁজের বিষয়টি মাইকিং করা হয়। অনেক খোঁজাখুজিঁ শেষে তাকে না পেয়ে চট্রগ্রামের মাইজ ভান্ডার শরীফের এক তরিকার ভাই সেলিমুর রহমান ফটিক ছড়ি থানায় একটি সাধারন ডাইরি করেন যার নং- ১০০৯। এই বিষয়ে নিখোঁজ আজিজ খন্দকারের মেয়ে শারমিন বেগম জানান, তার বাবা আজিজ খন্দকার দীর্ঘদিন যাবত কনকসার ইউনিয়নে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেছেন । নিখোঁজের এক মাস আগে সে গ্রাম পুলিশ থেকে অব্যহতি নেন।
সে আরোও জানায়, তার বাবা একজন সহজ সরল মানুষ তার কোন রকম শএূ ছিলোনা। প্রতিবছরের ন্যায় একটি কাফেলা এই দিনে মাইভান্ডার শরীফে ওরশে যান লৌহজং থেকে। সেই কাফেলায় গত ১৯ ফেব্রুয়ারী তার বাবাও যান। এরপর থেকে তার বাবা আজিজ খন্দকার নিখোঁজ রয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত