লৌহজংয়ে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১৫:৪২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৯
আজ (মঙ্গলবার) আলহাজ্জ নান্নু বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নে হলদিয়া জাগরণী সংঘের মাঠে ৫ শতাধিক দুস্থ্য অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ- ২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, আলহাজ্জ নান্নু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিআইপি বি.এম শোয়েব, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হলদিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব তালুকদার, হলদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য শ্রী শংকর ঘোষ, নান্নু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক বি এম শামীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোরশেদ আলম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত