লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৮:১৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২১

'দুর্নীতির মূল কারণ, আইনের শাসনের অভাব' বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইলিন জাহান। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির লৌহজং উপজেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। সভাপতি মো. ফেরদাউস হিলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির লৌহজং উপজেলা শাখার তিন সদস্য সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক মো. মানিক মিয়া ও সুপ্রিমকোর্টের আইনজীবী শাহ্‌নাজ সুমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল। বিতর্ক প্রতিযোগিতা ও অতিথিদের বক্তব্য শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত