লৌহজংয়ে দুই হাজার পরিবার পেল ইফতার সামগ্রী

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১০:২৬ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই হাজার দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কনকসার ইউনিয়নের পশ্চিম নাগেরহাট মাঠে স্থানীয় শেখ মো. শাহিনের আয়োজনে ও অর্থায়নে এসব অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সম্পাদক রাসেল আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান মোল্লা, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী মোস্তাক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহজাহান খান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, উপজেলা তাতীলীগের সভাপতি শেখ মো. বাবুল, সাধারণ সম্পাদক আজিম বেপারী প্রমুখ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত