বেড়ে গেছে ছিঁচকে চোরের উপদ্রপ
লৌহজংয়ে দিনে দুপুরে সাংবাদিকের শৌচাগারে চুরি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০
বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুূদ খানের গ্রামের বাড়িতে শৌচাগারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়ায় দিনে দুপুরে ছিঁচকে চোর শৌচাগারের পানির কল, বেসিনসহ সমস্ত কিছু নিয়ে গেছে। শৌচাগারের কমেড ছাড়া কিছুই রেখে যায়নি এই ছিঁচকে চোর।
প্রসঙ্গত, ইদানিং লৌহজংয়ে ছিঁচকে চোরের উপদ্রপ বেড়ে গেছে। প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় প্রায়ই শোনা যায় বাড়ী থেকে কৌশলে এসব ছিচকে চোর মোবাইল ফোন, হাঁড়িপাতিলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এছাড়া রাতেও নিয়মিত চুরি হচ্ছে। এসব চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা স্থানীয় প্রশাসনের কাছে এসব ছিঁচকে চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত