লৌহজংয়ে ডাকাতিতে বাধায় আহত এক,  আটক একজন

  লৌহজং থেকে মিজানুর রহমান ঝিল্লু

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৮ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাকাতি কালে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে ডাকাতেরা।  ইমন বেপারী (৩২) নামে এক ডাকাতকে আটক করেছে প্রতিবেশীরা। তবে আটক ডাকাত ইমনের সঙ্গী বিল্লাল ও নাসির পালিয়ে যায়। শনিবার ভোরে উপজেলার উত্তর হলদিয়া গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে ও আটক ডাকাত ইমন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
     
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার গভীর রাতে তিন ডাকাত উত্তর হলদিয়া গ্রামের দেওয়ান বাড়ির তালাবদ্ধ তিনটি ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপর নিয়ে নেয়। বাকি ঘরগুলোতে বাইরে থেকে শিকল লাগিয়ে দেয় ডাকাতেরা, যাতে বাড়ির মানুষজন বের হতে না পারে। ভোরে ওই বাড়ির সদস্য সপু দেওয়ান প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে ঘরের বাইরে শিকল লাগানো থাকায় দরজা খুলতে পারছিলেন না। এ সময় তিনি বাড়ির সবাইকে ডেকে তোলেন। তখন ওই বাড়ির উত্তরে বেড়াতে যাওয়া একটি খালি ঘরে ডাকাত দলের স্টিলের আলমারি ভাঙার শব্দ পাওয়া যায়। এ সময় বাড়ির সবাই সজাগ হয়ে ডাকাতদের ধরার জন্য চিৎকার করে। বাড়ির আরেক সদস্য নুর হোসেন দেওয়ান ডাকাতদের ধরার চেষ্টা করলে তাকে শাবল দিয়ে মাথায় আঘাত ও পায়ে কোপ দেয় ডাকাতেরা। নুর হোসেনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে এবং ডাকাত দলের সদস্য ইমনকে ধরে ফেলে। কিন্তু ডাকাতদের দলনেতা বিল্লাল হোসেন ও তার সহযোগী নাসির পালিয়ে যায়। আহত নুর হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 
     
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, আটক ডাকাত দলের সদস্য ইমন বেপারী উপজেলার বেজগাঁও গ্রামের রশিদ বেপারীর ছেলে। ইমন নেশাখোর ও নানা অপকর্মে জড়িত। আর পালিয়ে যাওয়া বিল্লাল ও নাসিরের নামে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত