লৌহজংয়ে গ্রামনগর বার্তার প্রকাশকের অক্সিজেন কনসেনট্রেশান মেশিন বিতরণ
প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১১:২০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:০৭
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান অক্সিজেন কনসেনট্রেশান মেসিন বিতরণ করেছেন। লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান তার নিজ অর্থায়নে দুইটি অক্সিজেন কনসেনট্রেশান মেসিন, ৪০ পিস এন-৯৫ মাস্ক, ১০০ টি কেএন-৯৫ মাস্ক, ২৫০ টি সার্জিক্যাল মাস্ক, ৪০০ টি সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূর-এ-আলম খানের নিকট উক্ত মালামাল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গ্রামনগর বার্তার সম্পাদক অলক কুমার মিত্র, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, কুমারভোগ ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, কুমারভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌফিক বুলেট, আওয়ামী লীগ নেতা বলরাম মৃধা, আব্দুর রাজ্জাক হাওলাদার, গিয়াসউদ্দিন উকিল, জহিরুল ইসলাম শ্যামল, দিদার খানসহ নেতৃবৃন্দ। এছাড়াও লৌহজং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য নাসির খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোজাম্মেল রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হস্তান্তর সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি টেলিফোনে খান নজরুল ইসলাম হান্নান কে ধন্যবাদ জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত