লৌহজংয়ে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল প্রদান

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৪০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

লৌহজংয়ে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের উদ্যোগে আজ লৌহজং নিবারন চন্দ্র ভট্রাচায কেন্রীয়  মহাশ্মশান ও শিমুলিয়া গোপাল আখড়ায় আর্ত মানবিক কল্যানে  প্রায় চারশত লোকের মধ্যে  শীতবস্ত্র  ও কম্বল প্রদান করা হয়। 

মহাশ্মশানে বাবু পিযুষ কান্তি দাসের সভাপতিত্বে  অলক কুমার মিত্রের সন্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্রীয়  সভাপতি জে,এল ভৌমিক,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নাট্যকার মনোজ সেনগুপ্ত,  সুধূংশু কুমার দাস, অধ্যাপক ডা: গোবিন্দ  চন্দ্র  দাস, ডা: রেখা রানি দাস, প্রান কৃষ্ণ  ঘোষ, স্বদেশ দেবনাথ, লৌহজং পূজা উদযাপন  পরিষদের সভাপতি মনোজ কান্তি অমিত, সাধারন সম্পাদক  এড: বিপ্লব  সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্য সচীব এড: সন্জিত মন্ডল,  যুব ঐক্য পরিষদের সদস্য সচীব  শিমুল কুমার দে, ছা্ত্র ঐক্য পরিষদের আহবায়ক চমক দাস, সদস্য সচীব নবীন বরন দাস, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ  সরকার, কমল ভট্রাচায  বিনয় মালো, প্রদীপ দাস ছাত্র  ঐক্য পরিষদের  সদস্য বিজয় ঘোষ প্রমুখ। 

এছাড়া শিমুলিয়া গোপাল আখড়ায় গোবিন্দ সাহার সভাপতিত্বে অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্রীয়  সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক,  গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক  শিবু শীল প্রমুখ। উভয়,অনুষ্ঠানে চারশত লোকের মধ্যে শীত বস্র বিতরণ  করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত