লৌহজংয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও কম্বল বিতরণ  

  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:০৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারি) উপজেলার গাওদিয়া ইউনিয়নের রিপন তালুকদারের বাড়িতে বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়। এ সময় অসহায়, দরিদ্র, শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। 

গাওদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল হোসেন হাওলাদারের স ালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান খান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হাছান উদ্দীন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম তালুকদার বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাদের হোসেন খান, সহ-সভাপতি এম এ লতিফ ঢালী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চ ল মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি হাজী মুক্তার হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজন হাওলাদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আলেয়া ইসলাম আলো, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মো. তানভীর আহমেদ অভি, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত