৫০০ একর জমির পানি নিস্কাশন শুরু
লৌহজংয়ে কৃষকদের মাঝে আনন্দ উচ্ছাস
প্রকাশ: ২ জুন ২০২২, ১৯:৪০ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫২
লৌহজং উপজেলা দুইটি ইউনিয়নের কয়েকটি গ্রামে দীর্ঘ সাড়ে ৪ বছর পানি বন্দি ৫০০ একর কৃষি জমিতে পানি নিস্কাশন শুরু করায় আনন্দ আর উচ্ছাস দেখা গেছে লৌহজং উপজেলা দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকদের মাঝে।
বৃহস্পতিবার এই কৃষি জমির পানি নিস্কাশন করার কাজের উদ্বোধন করা হয়। খলাপাড়া খালের মুখে পলি অপসারণের মধ্যে দিয়ে এই পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়।
এ সময় কাজিরগাঁ গ্রামের কৃষক মো. সাইদুর রহমান সুলতান জানান, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো আজকে খালের মুখে পলি অপসারণের মধ্যে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেয়ায় স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে ধন্যবাদ জানাই আমাদের কৃষকদের জন্য এই উদ্যোগ গ্রহণ করায়।
স্থানীয় বাসিন্দা মো. ইয়ার হোসেন জানান, দীর্ঘ ৪ বছরে কৃষকের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি জমি পানি বন্দি হয়ে থাকায়। দীর্ঘদিন পরে হলেও আজকে কৃষকের মুখে হাসি ফুটেছে পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহণ করায়।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে লৌহজং উপজেলার খিদির পাড়া ও গাওঁদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ৫০০ একর জমি পানি বন্দি অবস্থায় পরে আছে। এসব জমিকে কোন রকম ফসল ফলাতে পারছে না কৃষক।
এসব জমি থেকে পানি নিস্কাশনের একটি মাএ খাল তাও পলি ও বালি পরে ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পরে। বৃস্পতিবার খালটির মুখে জমে থাকা পলি ও বালি অপসারনের মধ্যে দিয়ে কৃষকের দাবি পুরন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত