লৌহজংয়ে কিশোরকে বলাৎকারের চেষ্টা: গ্রেফতার এক
প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১১:৩৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৪
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম মো. মুহিন হোসেন (৩৭)। সে উত্তর মেদিনীমণ্ডল গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত সোহরাব শেখের ছেলে।
নির্যাতিত কিশোর তার পিতা-মাতাকে ব্যাপারটি অবগত করলে তারা এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসী জানায়, মুহিন এ ঘটনার আগেও উঠতি বয়সের কিশোরদের সাথে একইরকম ঘটনা ঘটিয়েছে এবং কয়েকবার স্থানীয়ভাবে মিমাংসাও করা হয়।
আইকে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত