লৌহজংয়ে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. মহিউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনের ডিজিএম নিশীথ কুমার কর্মকার প্রমুখ চলমান উন্নয়নমূলক প্রকল্প ও দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত উপজেলা পরিষদ কমপ্লেক্সের সংস্কার করা প্রধান গেটের উদ্বোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা তুল জান্নাত বলেন, এখনই কাজ করার জন্য সুন্দর পরিবেশ বিরাজ করছে। মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। তাই তাদের মন দিয়ে সেবা প্রদান করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত