লৌহজংয়ে ইয়াবাসহ ডাক বাংলার কেয়ারটেকার আটক

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ২১:০৩ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯

রোববার লৌহজংয়ের মালিঅংক এলাকা থেকে ২০ পিছ ইয়াবা সহ লৌহজং উপজেলার ডাক বাংলার কেয়ার টেকার সারোয়ার  হোসেন (৩২) কে আটক করেছে লৌহজং থানার পুলিশ। পুলিশ জানায়, গোপন সুএে খবর পেয়ে রোববার সন্ধ্যায় বাঘের বাড়ি মালিঅংক সড়কে ২০ পিছ ইয়াবা সহ সারোয়ার হোসেন কে লৌহজং থানার এ এস আই রাসেল ফকির হাতেনাতে ধরে ফেলে। 

জানা যায়, সারোয়ার দীর্ঘ ৪ বছর ধরে লৌহজং উপজেলা ডাক বাংলায় কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছে। এলাকা বাসির অভিযোগ ডাক বাংলার চাকুরীর ক্ষমতা খাটিয়ে সে মালিঅংক এলাকায় এবং বেজগাঁও সহ বেশ কয়েকটি এলাকায় ইয়াবার ডিলার হিসেবে ইয়াবা বিক্রি করে আসছে। সে বেজগাঁও ইউনিয়নে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানাযায়। এই বিষয়ে লৌহজং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত