লৌহজংয়ে ইউপি নির্বাচন নৌকার প্রার্থী রফিক মোল্লার গণসংযোগ

   লৌহজং প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ মে ২০২২, ২১:০৮ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৪৫

সীমনা জটিলতায় বন্ধ থাকা লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী জুন মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দিয়েছেন  নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  এই ইউনিয়নে  দলীয় মনোনয়ন নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে লৌহজং-তেউটিয় ইউনিয়ন। এই নির্বাচনকে ঘীরে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সাধারন ভোটারদের মাঝে। ইতিমধ্যে এই ইউনিয়নের ভোটরদের মাঝে আনন্দের বন্যা বইছে। দলীয় মনোনয়ন পেয়ে রোববার সন্ধ্যায় নৌকা মার্কার প্রার্থী হাজী রফিকুল ইসলাম মোল্লা এলাকার গন্যমান্য, মুরুব্বী ও দরীয় এবং সাধারন জনগন নিয়ে ঘোড়দৌড় বাজারে ভোটার এলাকাবাসি ও ব্যবসায়ীদের সাথে সালাম কোশল বিনীময় ও দোয়া চেয়ে গণসংযোগ করেছেন। 

এ সময় তার সাথে ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজী আবুল বাসার মোল্লা, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও সাবেক ছাএলীগ নেতা মো. মিজানুর রহমান মোল্লা, জুয়েল ঢালী, স্বেচ্ছাসেবকলীগের নেতা মো. সাগর খান সহ অএ ইউনিয়নের মুরুব্বী ও আওয়ামীলীগ  অঙ্গ সংগঠনের নেএীবৃন্দ। এ সময় নেতাকর্মীরা বাজারের প্রতিটি দোকানে ভোটারদের সাথে কোশল বিনীময় সহ সালাম আদাপ ও দোয়া প্রার্থনা করেন আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম মোল্লার জন্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত