লৌহজংয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সংবর্ধনা 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:০৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৩২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল ও কলেজের নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. কামরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও ইউনুছ খান মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ফাহাদ খান।

প্রধান অতিথির ভাষণে ফাতেমা তুল জান্নাত বলেন, শিশুদের স্বপ্ন তৈরি করে দিতে হবে। আর পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের শিক্ষকদের কাছে পরামর্শ চাইতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল ও পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। আলোচনা সভার আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সবশেষে ৭৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত