লৌহজংয়ে আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশনের বই বিতরণ

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১২:৫৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

আজ লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে আলহাজ্ব নান্নু বেপারি ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ ছাত্র লীগ লৌহজং উপজেলা শাখার ব্যবস্থাপনায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে  পাঠ্যবই বিতরণ করা হয়। 

লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ  হোসেন ইমনের সভাপতিত্বে  উপজেলা শাখার সাধারণ সম্পাদক অয়ন হোসেন বেপারীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশন আর্ত মানবতার কল্যাণ , দরিদ্র জন গোষ্ঠীকে সামাজিক ভাবে প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, পাঠাগার প্রতিষ্ঠা, হাসপাতাল নির্মাণ, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে ইতোমধ্যে জনমনে ফাউন্ডেশন তার ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছে। তিনি সমাজে ধনাঢ্য ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ গ্রহন করার জন্য আহ্বান জানান। 

আলহাজ্ব নান্নু বেপারী ফাউন্ডেশনের ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সম্পাদক বি, এম শোয়েব বলেন " তার পিতার নামে গঠিত ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ  শুধু বিক্রমপুরে নয় তাদের সাধ্যমত ঢাকায় ও কাজ করছে। রেড ক্রিসেন্ট হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালে ও গরীব রোগীদের  চিকিৎসা ব্যবস্থার জন্য ফাউন্ডেশন কাজ করছে।

এছাড়া আরো বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, লৌহজং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোজাম্মেল হক, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন লৌহজং  উপজেলা  ভাইস চেয়ারম্যান ও  সাবেক ছাত্রনেতা তোফাজ্জল  হোসেন তপন, নান্নু বেপারী ফাউন্ডেশনের পরিচালক বিএম শামিম, জাহাঙ্গীর  আলম, আওয়ামী লীগ  নেতা মনির হোসেন মোড়ল, রুহুল আমিন মোড়ল, আবুল কালাম আজাদ, লৌহজং  বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক  খান নজরুল  ইসলাম  হান্নান, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সাবেক ছাত্র নেতা সুবীর চক্রবর্তী, সাবেক ছাত্র নেতা মাসুম আহমেদ  পিন্টু,  রাজীব বাসার প্রমুখ।
 
অনুষ্ঠানে মেধাবী  ছাত্র ছাত্রীদের পক্ষে  অনুভতি প্রকাশ করেন লৌহজং কলেজের ছাত্রী  নিঝুম আক্তার। 

এ ছাড়া সমাজের সুশীল সমাজের প্রতিনিধি , বীর মুক্তিযোদ্ধা,  সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবর্গ  উপস্থিত  ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত