লৌহজংয়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৩:৫৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০১:৩১
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে হলদিয়া ইউনিয়ন ‘ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ’ ও পুরস্কার বিতরণ করা হয় হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া খেলার মাঠে।
গতকাল শুক্রবার বিভিন্ন ইভেন্টে হলদিয়া ইউনিয়নের নয়টি সরকারি ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিকেলে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান মৃধা মহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম কাওসার ফরাজি। আরো বক্তব্য রাখেন সাতঘরিয়া স্পুটনিক এসোসিয়েশনের সভাপতি ও সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম ফরাজি, সাতঘরিয়া স্পুটনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা। এছাড়া অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার রুবেল আহমেদ রুমেল, জাহাঙ্গীর মাদবর,সানোয়ার হোসেন মোল্লা সেন্টু, ওহাব মল্লিক, সেলিম সারেং, শামীম খান, লিটন শিকদার, হাসানুজ্জামান মৃধা তরুণ, আবুল বাশার খান (কুমারভোগ), জাকির ভূইয়া(মৌছা মান্দ্রা), আনোয়ার হোসেন (হলদিয়া), হাবীব মোল্লা, কালাম মল্লিক, নাজিম মাদবর, গাফফার শেখ, মাজেদ মৃধা, সমীর শাহা প্রমূখ। এছাড়া হলদিয়া ইউনিয়ননের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাজী আরিফ ও টুটুল শেখ।
এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন এব্যা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জিল্লুর রহমান মৃধা রিপন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত