লৌহজংয়ে আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৫ জুন ২০২২, ১৯:২৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৪

লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫জুন এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থীর পক্ষে লৌহজং উপজেলা আওয়ামীলীগ ও লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  উদ্যোগে যৌথ সভার আয়োজন করা হয়।

 রবিবার বিকেলে লৌহজং উপজেলা আওয়ামীলীগের কার্য়ালয় মাঠে এই যৌথ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মেদ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ লুৎফর রহমান শেখ, যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।

 বক্তব্য রাখেন, হাজী মো. সামুল আলম বেপারী, মো. সিরাজুল ইসলাম মৃধা, বি.এম শোয়েব, মো. আনোয়ার হোসেন শেখ, মো তোপাজ্জল হোসেন তপন, মো. জাকির হোসেন বেপারী, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হাজী রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শামীমা আক্তার আভা, মো. শাহজাহান খান সাজু, মো. মিজানুর রহমান  মোল্লা, মো. আবু নাসের রতন, মো. ফরহাদ হোসেন ইমন প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত