লৌহজংয়ে অটোরিকশা মালিক ও চালক কল্যান সমিতি গঠিত
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১৪:১৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১:২৩
গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান এর পদ্মানদী সংলগ্ন বাগানবাড়ীতে লৌহজং উপজেলার কুমারভোগ, মেদিনীমণ্ডল ও হলদিয়া ইউনিয়নের অটোরিকশা মালিক ও চালকদের এক সভা অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার সুধীজনসহ অটোরিকশা মালিক ও চালকগন উপস্থিত ছিলেন। বক্তারা অটোরিকশা চুরি, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, কিস্তিতে এনজিও হতে লোন এনে চক্রবৃদ্ধি হারে তা পরিশোধ, ব্যটারী চালিত রিকশা বন্ধ করার সরকারি সিদ্ধান্তসহ চালকদের প্রশিক্ষন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন সর্ব জনাব হাবিব বাহার, ওমর ফারুক, মো: জসিম, মো: সাইদুল, সজিব মোহাম্মদ, নুরে আলম শেখ, মো: রোবেল, গোপাল চন্দ্র পাল, আবদুর রাজ্জাক হাওলাদার, আনোয়ার হোসেন জনি, সাদ্দাম হোসেন, আবুল বাসার খান প্রমুখ। বক্তারা লৌহজংয়ের অটোরিক্সা মালিক ও চালকদের সাথে যোগাযোগ করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংরক্ষণের জন্য 'কল্যান সমিতি' গঠন করার সিদ্ধান্ত হয়।এ সংগঠনের গতিশীলতা পর্যায়ক্রমে বৃদ্ধির প্রস্তাব করেন।
সভায় সমাজ সেবক খান নজরুল ইসলাম হান্নান শতাধিক অটোচালকদের মধ্যে উলের মাথার ক্যাপ, গলবন্ধনী, হ্যান্ডগ্লাফস প্রদানসহ রাতে তাদের আপ্যায়ন করেন। সভাশেষে খান নজরুল ইসলাম হান্নান কে আহ্বায়ক করে "লৌহজং উপজেলা অটোরিক্সা মালিক ও চালক কল্যান সমিতি"র আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসে যথাযথ নিয়মের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
খান নজরুল ইসলাম হান্নান তার বক্তব্যে বলেন- এ ধরনের সংগঠন কোনো রাজনৈতিক বা ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে নয়। এ সংগঠন অটো মালিক ও চালকদের জীবন ও জীবিকাকে সুন্দর ও গতিশীল করার জন্য। তিনি বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধি, ধনাঢ্যা ব্যাক্তি, সমাজ সেবক, এনজিও বুরো ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে সমিতির মাধ্যমে যথাযথ প্রয়োজনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। তবে এ ক্ষেত্রে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।
সভার সভাপতি অলক কুমার মিত্র এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আহবায়ককে ধন্যবাদ জানান এবং আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত