লৌহজংয়ের প্রবীণ আওয়ামীলীগ নেতা রশিদ মোল্লা আর নেই
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১৩:০৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৩
আজ রবিবার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন লৌহজংয়ের প্রবীণ আওয়ামী লীগ নেতা লৌহজং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ: রশীদ মোল্লা আজ সকাল ১১:৪০ মিনিটে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আ: রশিদ মোল্লা পচাঁত্তর উত্তর আওয়ামীলীগে লৌহজং উপজেলা শাখায় অন্যতম সংগঠক ছিলেন।
তার মৃত্যুতে সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক রশিদ শিকদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রশিদ মোল্লার বন্ধু জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি,এম শোয়েব, মেহেদি হাসান, আনোয়ার হোসেন, বাসস এর এমডি ও প্রয়াত রশিদ মোল্লার সহপাঠি সাংবাদিক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লৌহজং উপজেলা বঙবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়া সাধারন সম্পাদক অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গ্রামনগর বার্তার প্রকাশক, আবারিত বাংলার প্রধান পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, বঙবন্ধু ফাউন্ডেশনের হামিদুর রহমান জুয়েল সহ থানা আওয়ামীলীগ যুবলীগ ছাত্র লীগ শোক প্রকাশ করেন। পচাঁত্তর উত্তর আওয়ামীলীগকে সংগঠিত করতে তার অবদান ছিলো প্রশংসনীয়। লৌহজংয়ে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত