লৌহজংয়ের কুমারভোগে ত্যাগী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ১৪:৫২ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮
লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের ভাওয়ার স্কুল সংলগ্ন অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান এর বাড়ির আঙ্গিনায় কুমারভোগ ইউনিয়নের তৃনমূল পর্যায়ের ৯৬ জনকে পচাঁত্তর উত্তর আওয়ামী লীগের সংগঠকদের সম্মামনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনে ছিল আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র “অবারিত বাংলা"।
গতকাল (শুক্রবার) বিকেলে পচাঁত্তর উত্তর মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও অবারিত বাংলার সহ-সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হুইফ সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ খান।
প্রধান অতিথি সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, তিনি আজ গর্বিত এ জন্য যে পচাঁত্তর উত্তরকালে দহনকালে প্রকৃত বঙবন্ধুর সৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত হতে পেরে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখনো প্রতিষ্ঠা হয়নি। জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সবাই কে জামাত- বিএনপি সহ সকল দেশী বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সরকার ও দলকে শক্তিশালী করার জন্য সকল ত্যাগী নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি এ ধরনের আয়োজনের জন্য অবারিত বাংলা ও সংগঠনের প্রধান নির্বাহী পরিচলক খান নজরুল ইসলাম হান্নানকে ধন্যবাদ জানান।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন অবারিত বাংলার পরিচালক গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, অরাজনৈতিক সামাজিক সংগঠন অবারিত বাংলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা আর বঙ্গবন্ধুর প্রশ্নে অবারিত বাংলা আপোষহীন।
এ ধরনের উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে খান নজরুল ইসলাম হান্নান ঘোষনা দেন। কোভিট পরিস্থিতি ভালো হলে চিকিৎসা ক্যাম্প সহ নানা প্রকার কর্মসূচি নিয়ে অবারিত বাংলা কাজে নামবে। এ বিষয়ে তিনি প্রধান অতিথি আধুনিক বিক্রমপুরের রুপকার সাগুফতা ইয়াসমিন এমিলির সহায়তা আশা করেন।
আলোচনা আরো বক্তব্য রাখেন, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, শোয়েব বেপারী, কুমারভোগ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিপু ফকির, বেজগাঁও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক ইকবাল, কনকসার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যুৎ মোড়ল, লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান সাজু, মহিলা সম্পাদিকা শাহানা নাসরিন, কুমারভোগ ইউনিয়নের নব নির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, কুমারভোগ ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী এবং লৌহজং উপজেলা ও কুমারভোগ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
যারা সম্মাননা পেলেন :
মো. দরবেশ আলী খান (মরণোত্তর)
আব্দুল আজিজ মিয়া (মরণোত্তর)
মো. দবির উদ্দিন শেখ (মরণোত্তর)
মো. ইয়াসিন শেখ (মরণোত্তর)
মো. মহিউদ্দিন খান (মরণোত্তর)
বাবু বসন্ত কুমার মৃধা (মরণোত্তর)
আব্দুল মজিদ সরদার (মরণোত্তর)
মো. রজ্জব হাওলাদার (মরণোত্তর)
মো. আজগর হাওলাদার (মরণোত্তর)
আব্দুল আজিজ বেপারী (মরণোত্তর)
বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক পাঠান (মরণোত্তর)
আব্দুল হামিদ সিকদার (মরণোত্তর)
আব্দুল মান্নান (মনু) খান (মরণোত্তর)
নূর মোহাম্মদ মোল্লা (মরণোত্তর)
মো. সিরাজুল হক খান (মরণোত্তর)
বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আহম্মেদ খান (মরণোত্তর)
মো. চুন্নু মাদবর (মরণোত্তর)
আব্দুল আলী দেওয়ান (মরণোত্তর)
মো. আঞ্জু মোড়ল (মরণোত্তর)
আব্দুল বারেক মেম্বার (মরণোত্তর)
শেখ হারুন অর রশিদ (মরণোত্তর)
মো. ইউনুস হাওলাদার (মরণোত্তর)
তোপাজ্জল হোসেন খান তপু (মরণোত্তর)
মো. সামসু শেখ (মরণোত্তর)
শেখ আবুল কাশেম (মরণোত্তর)
বীরমুক্তিযোদ্ধা ইউনুছ হাওলাদার (মরণোত্তর)
মো. বাবুর আলী দেওয়ান (মরণোত্তর)
সেরাজ উদ্দিন মাদবর (মরণোত্তর)
বীরমুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন পাঠান (মরণোত্তর)
স্বর্গীয় নিতাই রায় (মরণোত্তর)
মো. আলাউদ্দিন শেখ (মরণোত্তর)
মো. আলাউদ্দিন বেপারী (মরণোত্তর)
মো. তোতা হাওলাদার (মরণোত্তর)
মো. মালেক ম্যানেজার (মরণোত্তর)
আব্দুল মজিদ দেওয়ান (মরণোত্তর)
মো. হাতেম খান (মরণোত্তর)
আব্দুল হামেদ শেখ (মরণোত্তর)
আব্দুল কাদির বয়াতি (মরণোত্তর)
সৈয়দ হোসেন ঢালী (মরণোত্তর)
মো. হালিম কারাল (মরণোত্তর)
আয়নাল হক সিকদার (দুখাই) (মরণোত্তর)
মো. ফজল শেখ (মরণোত্তর)
মো. মাজু মুন্সি (মরণোত্তর)
মো. নয়া মস্তান (মরণোত্তর)
মো. নিহার খান (মরণোত্তর)
মো. ফরিদ ঢালী (ঝুনু) (মরণোত্তর)
মো. আসলাম শেখ (মরণোত্তর)
আব্দুল খালেক বেপারী (মরণোত্তর)
খাজা মাইন উদ্দিন (মরণোত্তর)
মো. জয়নাল শেখ (মরণোত্তর)
মো. ইউনুস খান (মরণোত্তর)
মো. জামাল খান (মরণোত্তর)
মো. জয়নাল আবেদীন মার্স্টার (মরণোত্তর)
ডা. কালী জীবন মজুমদার
মো. ফজলুল করিম মাদবর
মো. আমজাদ হাওলাদার
মো. খবীর মুন্সি
আব্দুল খালেক মাঝি
নূর মোহাম্মদ খান
সামসুদ্দিন পাঠান
হেদায়তুল ইসলাম (আমজাদ)
মো. গোলাম হোসেন
মো. হুমায়ুন কবির খান
মো. আতাউর রহমান
মো. নাসির উদ্দিন বেপারী
শাহাব উদ্দিন উকিল
মুজিবুর রহমান (মজিব)
এমারত হোসেন হাওলাদার
মো. মোতালেব হোসেন খান
মো. আবুল বাসার খান
মো. দেলোয়ার হোসেন খান
মো. নজরুল ইসলাম (নিলু) মৃধা
মো. খোকন মেম্বার
মো. মতিউর রহমান বেপারী
৫৪. মো. মতি মাদবর
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত