লৌহজংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১১:২৬ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
শনিবার ভোরে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত মহা পরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা) অধ্যাপক ডা: আবু ইউসব ফকিরের বাড়িতে তালা বদ্ব ঘরের মধ্যে কেরোসিন দিয়ে আগুন দেয় দুবৃত্তরা। এই বিষয়ে অধ্যাপক ডা: আবু ইউসুব ফকির বাদি হয়ে লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাযায়, শনিবার ভোর ৫টার দিকে আবু ইউসুব ফকিরে বাড়িতে তার বসত ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির আশপাশের লোকজন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তার ঘরের কর্নার সুকেস, ঘরের বেড়া, একটি ফ্যান ও অন্যান্য আসভাব পএ পুড়ে যায়। এতে ঘরের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখছি এরপর ব্যবস্থা নেব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত