লৌহজংয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১১:১৫ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৫
গতকাল রবিবার বিভীষিকাময় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লৌহজং উপজেলা আওয়ামী লীগ । বিকেলে উপজেলার ঘোড়দৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য জাকির হোসেন ব্যাপারী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক আহমেদ, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নামের রতন, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রশিদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত