লৌহজংয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  লৌহজং থেকে আসাদুজ্জামান নবীন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ২২:২৩ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের লৌহজং উপজেলা শাখার বর্ধিত সভা আজ (বৃহস্পতিবার) বিকেল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা  সাগুফতা ইয়াসিন এমিলি (এমপি)।

লৌহজং  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণী তালুকদারের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো.তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  বিএম শোয়েব , মেহেদী হাসান বেপারী, জেলা পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

এছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ,  কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত