লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিলেন পুতিনের সহযোগীরা : রিপোর্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১২:০৪ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২

ক্ষমতা ছাড়ার পর আরও একবার আলোচনায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ফোন হ্যাক হয়েছিল বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বরিস জনসন সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সামলেছেন লিজ। সেসময় লিজের ফোন হ্যাক হয়। তবে বিষয়টি গোপন রাখা হয়েছিল। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই হ্যাকিংয়ের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগীদের দায়ী করা হয়েছে।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছেন, লিজ ট্রাসের ফোন হ্যাকিংকে ঘিরে তদন্ত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দ্য মেইল শনিবার তাদের প্রতিবেদনে বলেছে, লিজ ও পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে চালাচালি করা তথ্য বিদেশিদের হাতে গেছে। যার মধ্যে ইউক্রেন যুদ্ধ বিষয়ক তথ্যও রয়েছে। লিজ ও তার ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্তেংয়ের মধ্যকার তথ্যও হ্যাক করা হয়েছে।

উল্লেখ্য, লিজ প্রধানমন্ত্রী হওয়ার পর কোয়াসিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান লিজ। হ্যাকিংয়ের বিষয়ে ব্রিটিশ সরকার কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বলেছে, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজের মধ্যে হওয়া কথোপকথনও হ্যাক করা হয়েছে। 

সূত্র : রয়টার্স ও বিবিসি 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত