লবনাক্ততার কারনে কমে যাচ্ছে জমির উৎপাদন 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ২১:১৯ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২১:৩০

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিতে খালের পানি ঢুকে লবনাক্ততার কারনে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিরুৎসাহিত হচ্ছে চাষবাদ থেকে। পাশাপাশি ভাঙ্গনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে । প্রমত্তা পানগুছি নদীর সংযোগ বহরবুনিয়ার সূর্যমুখী খালের ১নং ওয়ার্ডের আনন্দ খালের ত্রি-মোহনা থেকে লবনাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে। এ লবনাক্ততার কারনে ৩শ’ বিঘা জমির ধান সহ অন্যান্য ফসল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছে। পাশাপাশি জোয়ারের তোড়ে খালের ত্রি-মোহনার আশে-পাশের বাড়ি ঘর ও ফসলি জমিও ভেঙ্গে যাচ্ছে। ৪ বছর ধরে লবনাক্ততার কারনে উৎপাদন হ্রাস ও ভাঙ্গনে কমপক্সে ১০টি পরিবার হারিয়েছে বসত বাড়ি।

এ ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর খান জানান, খালের ভাঙ্গনের ফলে জমিতে পানি ঢুকে লবনাক্ততা বৃদ্ধির করনে ফসলের উৎপাদন অনেক কমে গেছে। ইতোপূর্বে যে জমিতে ২০ মণ ধান উৎপাদিত হতো। লবনাক্ততার কারনে সে জমিতে ৫-৮ মণ উৎপাদিত হচ্ছে। অনেক জমিতে ধানই হয়নি। যার কারনে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। অপরদিকে ত্রি-মোহনার খালে ভাঙ্গনে দুই পাড়ের কমপক্ষে ১০ টি বাড়ি বিলীন হয়েছে। হাজী মকবুল হাওলাদার, হাসেম হাওলাদার, তবীর শিকদার বলেন, ভাঙ্গনের কারনে তাদের বাড়ি-ঘর সহ ফসলি জমি বিলীন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, ত্রি মোহনার আনন্দ খাল ভেঙ্গে বহরবুনিয়ার ৩শ’একর ও বারইখালী ইউনিয়নের ১ শ’ একর ফসলি জমির ¶তি হচ্ছে।

ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার জানান, লবনাক্ততা ঠেকাতে এলাকাবাসীর সহায়তার খালে বাঁধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। তবে এ খালে স্থায়ী ভাবে কালভার্ট কাম স্লুইজ গেট নির্মান করা একান্ত জরুরী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত