লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১৪:০৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭
বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দেওয়া নিখোঁজ শেখ রিফাত মাহমুদ সাধের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে নোয়াখালীর কাছাকাছি একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
এ বিষয়ে পুলিশ কোনো ধরনের কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
শেখ আসলাম মাহমুদ জানান, বাদ জোহর সদর রোডে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার ছেলের মরদেহ দাফন করা হবে।
এর আগে গত (৮ এপ্রিল) রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে শুভরাজ- ৯ লঞ্চ থেকে নিখোঁজ হন রিফাত। পরে লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত দেড়টার দিকে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এ ঘটনায় তার বাবা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত