লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়লো, কেবিনের জন্য প্রযোজ্য নয়
প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১৫:৩৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭
স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে লঞ্চের ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি বলেন, আজ থেকে কার্যকর হবে। তবে লঞ্চের কেবিনের জন্য এ ভাড়া প্রযোজ্য নয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন। এজন্যই স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে। একইসঙ্গে যাত্রী সাধারণকে খুব বেশি প্রয়োজন ছাড়া স্থানান্তর না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত